মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী কুরআন প্রশিক্ষণের ব্যবস্থা
আসসালামু আলাইকুম।
সম্মানিত অভিভাবকবৃন্দ , শুধীমন্ডলী ও কুরআন প্রেমিক শিক্ষার্থীরা, আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আসন্ন মাহে রমজান উপলক্ষে ১লা রমজান থেকে ২৭ শে রমজান পর্যন্ত ইত্তেহাদুল কোররা বাংলাদেশ ক্বারীয়ানা বোর্ডের অধীনে সুজানগর আইডিয়াল আলিম মাদ্রাসা শাখায় কোরআন সহি শুদ্ধ ভাবে পড়ার প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। তাই আপনার সন্তান কে “কুরআন প্রশিক্ষণ সেন্টার ” সুজানগর আইডিয়াল আলিম মাদ্রাসায় ভর্তি করুন।
দাওয়াতান্তে:
১)মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম – সভাপতি
২) মাওঃ মুফতি মোহাম্মদ জিয়াউল হক – নাযিম ও প্রধানক্বারী।
প্রচারে: পরিচালনা কমিটি ও ক্বারী সাহেবগন।