এতদ্বারা অত্র মাদ্রাসার ৫ম শ্রেণি হইতে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত সকল ছাত্রী যাদের বয়স ১০ থেকে ১৪ বছরের মধ্যে তাদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, তাদেরকে ক্যান্সার প্রতিরোধী HPV ভ্যাক্সিন গ্রহনের জন্য আগামী ২৩/১০/২০২৪ ইং তারিখের মধ্যে নিজ নিজ জন্ম নিবন্ধন কার্ড দিয়ে নিম্নলিখিত লিংক ব্যবহার করে রেজিস্ট্রেশন সমাপ্ত করে ভ্যাক্সিন কার্ড প্রিন্ট করে নিজ নিজ শ্রেনি শিক্ষকের নিকট জমা দেওয়ার জন্য বলা হইলো।
রেজিষ্ট্রেশন লিংকঃ
www.vaxepi.gov.bd
নিজে নিজে না পারলে, জন্ম নিবন্ধন কার্ডের কপি নিয়ে যে কোন কম্পিউটার দোকান বা কম্পিউটার অপারেটরের সহযোগিতা নিয়ে রেজিষ্ট্রেশন করা যাবে।
উল্লেখ্য যে, ভ্যাক্সিন আগামী ২৪/১০/২০২৪ ইং মাদরাসায় দেওয়া হবে। রেজিষ্ট্রেশন ছাড়া ভ্যাক্সিন দেওয়ার সুযোগ থাকবে না।
আদেশক্রমে
অধ্যক্ষ
সুজানগর আইডিয়াল আলিম মাদ্রাসা
০১৭৪০-৭৭১০৪৫
সুজানগর আইডিয়াল আলিম মাদরাসা,
সালদিগা, সুজানগর, বড়লেখা, মৌলভীবাজার।
“গুনগত শিক্ষা নিশ্চিতকরণে আমাদের সামগ্রিক প্রয়াস। ডিজিটাল বাংলাদেশ গঠনে ডিজিটাল শিক্ষা সবার আগে। -------------------বর্ণমালা”
অধ্যক্ষ: ০১৭৪০-৭৭১০৪৫
অফিস: ০১৮৩৩-৬৭৬৪৯৮
ইনচার্জ: ০১৩০৭-৪৮৪৫৬১
হিফজ: ০১৭৯০-১৬২৮২৮
ই-মেইল: sujanagaridealmadrasah@gmail.com
ওয়েব: www.sujanagar-iam.com